
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম
গাজায় হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ পালনের আহ্বান ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৫ এএম

ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলোর—বিশেষ করে যুক্তরাষ্ট্রের—সহযোগিতায় দখলদার ইসরায়েল গাজায় দীর্ঘদিন ধরে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই নির্মম আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না শিশু, নারী, বৃদ্ধ কেউই। এমনকি আন্তর্জাতিক সহায়তা কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরাও টার্গেটে পরিণত হচ্ছেন। জনবহুল গাজা এখন এক ধ্বংসস্তুপে রূপ নিয়েছে।
তারা আরও জানান, জাতিসংঘের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত গাজায় শহীদ হয়েছেন ৫০ হাজার ৫২৩ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৭৬ জন। এ সময়ের মধ্যে ৯০ শতাংশ গাজাবাসী ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ইউনিসেফের হিসেব অনুযায়ী, গড়ে প্রতিদিনই প্রায় ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে।
ছাত্রশিবির নেতারা বলেন, ফিলিস্তিন এখন যেন অভিভাবকহীন এক জাতিতে পরিণত হয়েছে। মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি জাতিসংঘ, ওআইসি এবং আরব লিগ ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই নীরবতা দখলদারদের আরও বর্বর হতে উসকে দিচ্ছে।
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রশিবির দেশের শিক্ষার্থীদের প্রতি ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানান দেশবাসীর প্রতি।
এছাড়া, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ও বিবৃতি প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।