Logo
Logo
×

সারাদেশ

পাটগ্রাম থানায় হামলা : ছিনিয়ে নেওয়া আসামিসহ গ্রেপ্তার ৫

Icon

লালমনিরহাট প্রতিনিধি :

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০২:৫৪ পিএম

পাটগ্রাম থানায় হামলা : ছিনিয়ে নেওয়া আসামিসহ গ্রেপ্তার ৫

ছবি - লালমনিরহাটে গ্রেপ্তারকৃতরা

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাই হওয়া বেলাল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ।

গ্রেপ্তার বাকিরা হলেন- জুলফিকার আলী (২৩), খায়রুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (৩৩) ও লাজু (৩০)।

ওসি সাদ আহমেদ বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে আটক করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত ছিলেন এবং থানা চত্বরে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।” এর আগে একই মামলায় ছিনিয়ে নেওয়া আরেক সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।

এদিকে ওই ঘটনার সময় পাশের হাতীবান্ধা থানা থেকে পুলিশ যেন পাটগ্রামে পৌঁছাতে না পারে সেজন্য থানা ঘেরাও ও সড়ক অবরোধ করা হয় বলে অভিযোগ পুলিশের।

পুলিশ বলেছে, এ ঘটনায় পৃথক আরেকটি মামলায় হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী কাজলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দলীয় সিদ্ধান্তে কাজলকে বহিষ্কার করা হয়। পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় দায়ের হওয়া দুটি মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

ওসি সাদ আহমেদ বলেন, “বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন