‘বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা অরও ভয়াবহ হয়ে উঠবে, খারাপ অবস্থার ধারাবাহিকতা সৃষ্টি হবে। তিনি বলেন, ‘বিএনপি বিনা বিচারে হত্যা শুরু করেছিল, আওয়ামী লীগ এসে তারই ধারাবাহিকতা রক্ষা করছে।’ রবিবার (৯ জানুয়ারি) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের এসব কথা বলেন। কাদের উল্লেখ করেন, কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতাচ্যুত করতে জাতীয় পার্টির রাজনীতি নয়।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ১৭:৫৪