
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ পিএম
হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

ছবি : সংগৃহীত
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসূচি। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সকাল ১০টার দিকে মাজারে গিয়ে জিয়ারত করেন।
মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি আশা প্রকাশ করে বলেন, "আগামী বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। সঠিক পথেই দেশ এগিয়ে যাবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই।"
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে কেন্দ্রীয় নেতাদের এ সফর চলছে। সফরের অংশ হিসেবে দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে অংশ নেবেন দলের নেতারা।
দুপুর ২টায় সিলেট জেলার দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সফরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন প্রমুখ।
সিলেট বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।