
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাবন্দি থাকা একমাত্র আসামি আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে। পলাতক থাকায় শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে শুনানিতে অংশ নিচ্ছেন।
এর আগে, ১ জুলাই মামলার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচার করে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম। সেদিন রাষ্ট্রপক্ষ অভিযোগ উত্থাপন করলেও আসামিপক্ষ কোনো বক্তব্য দেয়নি। দ্বিতীয় দিনের শুনানিতে আসামিদের পক্ষে বক্তব্য উপস্থাপন করা হচ্ছে।
ট্রাইব্যুনালের নির্দেশে পলাতকদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আদালতে হাজির হননি। অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হলে, মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে বলে জানিয়েছে প্রসিকিউশন।