
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম
অবৈধ অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী এ বি এম আনিসুল হক এবার অবৈধ অস্ত্র সংরক্ষণের মামলায় নতুন করে ২ দিনের রিমান্ডে গেছেন।
সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকালে পুলিশ তাকে কারাগার থেকে আদালতে হাজির করে বনানী থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মোকতার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানান, আনিসুল হকের নামে ২০১৪ সালের ২২ জানুয়ারি লাইসেন্সকৃত একটি আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হলে তা ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যরা তা জমা দিলেও আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি এবং বাড়ির ঠিকানাতেও তাকে পাওয়া যায়নি।
‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও ব্যবহার নীতিমালা ২০১৬’-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ বলে গণ্য হয়। সে অনুযায়ী বনানী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আরও জানান, অস্ত্রটি কোথায় আছে এবং তা উদ্ধারের লক্ষ্যে অনুসন্ধানের জন্য রিমান্ডে নেওয়া জরুরি। মামলার সত্যতা যাচাই ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তার বিরুদ্ধে অর্ধশতাধিক হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়, যেগুলোর বিভিন্ন রিমান্ডে তিনি আগেও ছিলেন। বর্তমানে তিনি কারাবন্দি অবস্থায় আছেন।