
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:০৭ পিএম
শিবগঞ্জে গৃহবধূকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৬:২৩ পিএম

শিবগঞ্জ থানা
বগুড়ার শিবগঞ্জে এক গৃহবধূকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভুক্তভোগী বীনা রানী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার সতীন স্বপ্না রানী, স্বপ্নার মা সপ্তমী রানী এবং বোন পুতুল রানীর নাম উল্লেখ করা হয়েছে।
বীনা রানী জানান, প্রায় ১০ বছর আগে শিবগঞ্জ উপজেলার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের বিপুল চন্দ্রের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তিনি জানতে পারেন, তার স্বামী বানাইল গ্রামের স্বপ্না রানীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে বীনা রানী স্বপ্নার বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান। তখন স্বপ্না জানায়, সে বিপুল চন্দ্রকে বিয়ে করেছে। বিয়ের প্রমাণ চাইলেই স্বপ্না, তার মা ও বোন মিলে বীনা রানীকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে পুতুল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ধরেন এবং স্বপ্না ব্লেড ও কাঁচি দিয়ে তার চুল কেটে দেন।
বিপুল চন্দ্র বলেন, তিনি স্বপ্নাকে বিয়ে করেছেন। তবে তার দাবি, বীনা রানী নিজেই চুল কেটে স্বপ্নাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি বলেন, তদন্তে যদি প্রমাণ হয় স্বপ্না ও তার পরিবারের কেউ দোষী, তাহলে তারা শাস্তি পাক। আর যদি প্রমাণ হয় বীনা নিজেই চুল কেটেছে, তাহলে আমি তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেব।
অন্যদিকে, অভিযুক্ত স্বপ্না ও তার মা অভিযোগ অস্বীকার করে বলেন, বীনা রানী নিজেই চুল কেটে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।