
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৫:২৯ এএম
ফুটবল ইতিহাসের প্রথম ‘বিলিয়নিয়ার ক্লাব’ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

ছবি: সংগৃহীত
স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ইতিহাস গড়ে প্রথমবারের মতো এক বছরে বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সর্বাধিকবার লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী এই ক্লাবটি আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের মানি লিগ জরিপে ২০২৩/২৪ মৌসুমে ১.০৬৫ বিলিয়ন ইউরো আয়ের শীর্ষে রয়েছে।
ডেলয়েটের মতে, রিয়ালের এই আয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের আধুনিকায়ন।
শীর্ষ আয়ের ক্লাবগুলোর তালিকা
১. রিয়াল মাদ্রিদ: ১.০৬৫ বিলিয়ন ইউরো
২. ম্যানচেস্টার সিটি: ৮৩৮ মিলিয়ন ইউরো
৩. পিএসজি: ৮০৬ মিলিয়ন ইউরো
৪. ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৭১ মিলিয়ন ইউরো
৫. বায়ার্ন মিউনিখ: ৭৬৫ মিলিয়ন ইউরো
রিয়াল মাদ্রিদের ২৪৮ মিলিয়ন ইউরো এসেছে ম্যাচ ডে আয়ের মাধ্যমে, ৩১৬ মিলিয়ন ইউরো সম্প্রচার স্বত্ব থেকে, এবং বাণিজ্যিক খাত থেকে এসেছে ৪৮২ মিলিয়ন ইউরো। ম্যাচ ডে আয়ের ক্ষেত্রে রিয়াল অন্যসব ক্লাবের তুলনায় অনেক এগিয়ে।
নতুন সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের আধুনিক সুযোগ-সুবিধা এবং ভিআইপি সিট সংযোজন ক্লাবটির আয় বাড়াতে বিশেষ ভূমিকা রেখেছে। স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করে ক্লাবটি ২৫১ মিলিয়ন ইউরো আয় করেছে, যা আগের বছরের তুলনায় ২৮% বেশি। শুধু নতুন ভিআইপি সিট থেকেই এসেছে অতিরিক্ত ৮৩ মিলিয়ন ইউরো।
ডেলয়েটের প্রতিবেদন অনুসারে, রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বর্তমান বাজারমূল্য ১.৩৬৪ বিলিয়ন ইউরো এবং ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদের এই অসাধারণ আর্থিক সাফল্য ফুটবল ক্লাব পরিচালনার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।