
প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সাসপেণ্ড

রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম
-686bfcb05b283.jpg)
ছবি-যুগের চিন্তা
সীমাহিন দুর্নীতি ও অসাদাচরণ অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।
খাগড়াছডড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়াারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ান, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ ও শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অভিযোগটি নিষ্পত্তি না হওয়াা পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার জন্য তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও; অতিরিক্ত সচিব (সকল), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা, পুলিশ সুপার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, কাছে অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্তসচিব, উপদেষ্টার সদয় অবগতির জন্য, সকল সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বিরুদ্ধে প্রকল্পের অর্থ ছাড়ের বিপরীতে বরাদ্দের ১০ শতাংশ পিসি (পার্সোনাল কমিশন) তথা ঘুষ দাবি করার অভিযোগে রয়েছে। ১৯৯৭ সালে জেলা পরিষদ গঠিত হওয়ার পর এই প্রথাম এই ধরণের ঘটনা ঘটেছে।