Logo
Logo
×

সারাদেশ

‘মায়া গো, তুমি কোথায়? ফিরে এসো আমার কোলে’

Icon

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:১৩ পিএম

‘মায়া গো, তুমি কোথায়? ফিরে এসো আমার কোলে’

ছবি : যুগের চিন্তা

‘মায়া গো, তুমি কোথায়? ফিরে এসো আমার কোলে, ফিরে এসো। হে আল্লাহ তুমি আমার সন্তানের সন্ধান মিলিয়ে দাও। আমার মেয়েটারে চাই, আর কিছু চাই না', এভাবেই আকুতি জানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজ ছয় বছর বয়সী রৌজা মনির মা আছমা খাতুন।

গতকাল রবিবার (০৬ জুলাই) বিকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের এ ঘটে ঘটনা। এই ঘটনার পর আতঙ্কে আছে অন্য শিশুদের পরিবারও। সন্তানকে ফিরে পেতে দেশবাসীর কাছে আকুতিও জানিয়েছেন।

নিখোঁজ শিশু রৌজা মনি কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের সুমন মিয়ার মেজো মেয়ে। সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকা জুড়ে। সন্তানদের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে।

এদিকে শিশুটির খোঁজে পেতে সাধারণ ডায়েরিও করা হয়েছে। কিন্তু কোনো খোঁজই নেই মেয়েটির। সন্দেহজনক জায়গা ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফায় চালানো হয়েছে তল্লাসি। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন শিশুটির স্বজন ও এলাকাবাসী।

নিখোঁজ রৌজা মনির পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে রৌজা মনি বাড়ির সামনে খেলা করছিলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রৌজা মনি। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।

মা আছমা খাতুন বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে আমরা দিশেহারা। যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার একটি সহায়তাই আমাদের সন্তানের সন্ধান পেতে বড় ভূমিকা রাখতে পারে।

বাবা সুমন মিয়া বলেন, আমার স্ত্রী আর বড় মেয়েকে নিয়ে ঢাকার থাকি। গতকাল রবিবার বিকাল থেকেই আমার ছোট মেয়ে রৌজা মনি নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। থানায় জিডি করেও কোনো হদিস পাচ্ছি না মেয়ের। আমার মেয়েকে খুঁজতে পুলিশেরও কোনো তৎপরতা দেখছি না।

তিনি আরও বলেন, গ্রামে আমার সঙ্গে বিরোধ ছিল না।। কে বা কারা আমার মেয়েকে অপহরণ করেছে সেটিও বুঝতে পারছি না। এখন পর্যন্ত কেউ মুক্তিপণ চেয়ে আমাকে ফোনও করেনি।

সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবি ছিদ্দিক বলেন, রৌজা মনিকে সকল স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই শিশু নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন