
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

লক্ষ্মীপুর প্রতিবেদক :
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
-686bba029320f.jpg)
ছবি-যুগের চিন্তা
ঢাকাগামী যাত্রীবাহী জোনাকি গাড়ি (বাস) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আজগর(২৬) নামের কমলনগরের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সড়কের ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর চর ফলকন ইউনিয়নের জাজিরা এলাকার পাটোয়ারি বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি যাত্রীবাহী ওই বাসের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোনাকি পরিবহন নামের বাসটি ঢাকার উদ্দেশ্যে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যায়। ঢাকা-চট্টগ্রামের হাইওয়ের ভবেরচর আনারপুর হাইওয়ে সড়ক অতিক্রমের সময় বাসটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের হেলপার আজগর মারা যান।
চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আজগর বিবাহিত ছিলেন। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। আজগরের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে বলে জানান তিনি।