BETA VERSION রবিবার, ২০ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২০ জুলাই ২০২৫, ১২:৪১ পিএম

Swapno

জাতীয়

বৃষ্টিতে ভিজেই গাছ লাগালেন নারায়ণগঞ্জের ডিসি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

বৃষ্টিতে ভিজেই গাছ লাগালেন নারায়ণগঞ্জের ডিসি

ছবি-যুগের চিন্তা

সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিরভাগ অধস্তন কর্মকর্তা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সদর উপজেলার জালকুড়ি এলাকায় নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানান। তবে নাছোড়বান্দা জেলা প্রশাসক সবাইকে স্মরণ করিয়ে দেন আগামী তিন দিনের মধ্যেই ১ লক্ষ গাছ লাগানোর টার্গেটের কথা। ফলে বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় বৃক্ষরোপণের মহাযজ্ঞ।

সোমবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় সদর উপজেলার জালকুড়ি এলাকায় ১,৫০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল। নির্ধারিত সময়েই বৃষ্টির ভেতর পৌঁছে যান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। গাড়ি থেকে নেমে কাদামাটি মাড়িয়ে তিনি পৌঁছে যান নির্ধারিত স্থানে।

সেখানেই তিনি নিজ হাতে একটি পলাশ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আজ সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশ পাইপ সড়ক, ডিএনডি খাল সংলগ্ন রাস্তা ও ফকির রোড এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় এ উদ্যোগ অত্যন্ত জরুরি। ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় আমরা ১ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যে কাজ করছি, যা ১০ জুলাইয়ের মধ্যেই সম্পন্ন হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে জেলার বড় বড় খালগুলো পরিষ্কারের কাজও চলমান রয়েছে।”

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলার এই অভিভাবক।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই পর্যন্ত প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম চলবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়া ‘স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা’, ‘ভূইঘর সোনালী সংসদ’, ‘পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা’,‘মাদার ওয়েলফেয়ার’ এবং ‘প্রভারটি এন্ড গ্রীণ মুভমেন্ট’-এর সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

গুড়ি গুড়ি বৃষ্টি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচি

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com