
প্রিন্ট: ২৩ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
নিখোঁজ সন্তানের জন্য বাবা-মায়ের আর্তনাদ

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম
-686bd0d3977b1.jpg)
ছবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জে রৌজা মনি (৬) নামের এক শিশু রবিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছে। চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে তার পরিবার ও স্বজনরা। সন্তানকে ফিরে পেতে দেশবাসীর কাছে আকুতিও জানিয়েছেন।
নিখোঁজ শিশু রৌজা মনি কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের সুমন মিয়ার ছোট মেয়ে। সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আর্তনাদে ভারি হয়ে উঠেছে এলাকা জুড়ে।
শিশুটিকে খুঁজে পেতে নিরুপায় হয়ে রৌজা মনির মামা দেওয়ান আলী কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত জিডি করেছেন।
নিখোঁজ রৌজা মনির পরিবার ও এলাকাবাসী জানায়,গতকাল রবিবার বিকাল ৫ টার দিকে রৌজা মনি বাড়ির সামনে খেলা করছিলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রৌজা মনি। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবি ছিদ্দিক বলেন,
রৌজা মনিকে সকল স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়ীতে খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই শিশু নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর আছে।