
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৫:২৯ এএম
৫ মে শুনানির দিন জনগণকে রাস্তায় না আসার অনুরোধ, বরিশালে মুফতি ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৩:৫৫ পিএম

ছবি : বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করিম
বরিশালে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আগামী ৫ মে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত আদালতে আবেদনের যে শুনানি রয়েছে, সেখানে আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেজন্য ওইদিন উৎসুক নাগরীকদের রাস্তায় ভীর না জমাতে অনুরোধ করেন।
আজ শনিবার বেলা ১১ টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে নির্বাচিত ঘোষণার দাবীতে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে আবেদন করা হয়। আবেদনের পর থেকেই তাকে মেয়র ঘোষণার দাবীতে নগরীতে সাধারণ জনগনের ব্যানারে বিভিন্ন সময় বিক্ষোভ করে ইসলামি আন্দোলন বাংলাদেশের অনুসারীরা।
তারই প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন করেন মুফতি ফয়জুল করিম। তিনি সেখানে বলেন, চট্টগ্রাম ও ঢাকায় মামালা দায়েরের পর মেয়র ঘোষণা হয়েছে। তা দেখেই মূলত তিনি আবেদন করেছেন। আবেদন করতে দেরী হলেও তামাদী মামলা গ্রহণের এখতিয়ার আদালতের আছে। আদালত ন্যায় বিচারের আশা প্রকাশ করেন।
২০২৩ সাকের ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে নির্বাচীত ঘোষণা করে নির্বাচন কমিশন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।