
প্রিন্ট: ১১ অক্টোবর ২০২৫, ০২:২৯ এএম
মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ নেতা জড়িত: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম

ছবি- সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বিএনপির কেউ নন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রকৃত অপরাধী একজন আওয়ামী লীগ নেতা হলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।
আজ রোববার (২৯ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, এই জঘন্য ঘটনা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে সংঘটিত হয়েছে। অথচ আমাদের দলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চলছে। শেখ হাসিনা গা ঢাকা দিয়েছেন, কিন্তু তার অনুসারীরা এখনো সক্রিয়ভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করে তিনি বলেন, “তাদের কঠোরতা না থাকায় এমন ঘটনা ঘটছে।”
রিজভী দাবি করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল বিপুল অর্থ ব্যয় করে সরকার ও গণতন্ত্রপন্থী দলগুলোর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তার ভাষায়, “তাদের প্রচেষ্টা মুরাদনগরের ঘটনাতেই প্রতিফলিত হয়েছে।”
আরএস/