আড়িয়ালখাঁ নদে নিখোঁজের ২৩ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীর বেলাবতে আড়িয়ালখাঁ নদে গোসল করতে নেমে মো: তামিম মিয়া (১২) নামে এক শিক্ষার্থী নিখোঁজের ২৩ ঘন্টা পরে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চর-বেলাব ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আড়িয়ালখাঁ নদ হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মো: তামিম মিয়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের গাঙ্গুলপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে বন্ধুদের সাথে চর-বেলাব ব্রীজ ঘাট ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আড়িয়াল খাঁন নদে গোসল করতে নামে তামিম। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে ভাসতে না দেখে তার সাথে থাকা বন্ধুরা আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। তারা এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে বেলাবরের ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েকঘন্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে যৌথভাবে অভিযান পরিচালনা করে থাকে। বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত অভিযান চলে। পরে নিহতের মরদেহের খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এদিকে পরের দিন (১০ অক্টোবর) শুক্রবার সকাল ৮ টা থেকে আবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা ১২ টার দিকে তামিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো: মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার আমরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে শিশুটিকে উদ্ধারে অভিযান রাত পর্যন্ত চালিয়েও ছেলেটির কোন সন্ধান পাইনি। পরে সকালে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হলে বহু চেষ্টা করে আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



