
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৭ এএম
বগুড়ায় বুলেট উদ্ধার ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

বগুড়া অফিস:
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১১:৪৩ এএম

ছবি- যুগের চিন্তা
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক নারীসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।
ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।
ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।