ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম
ছবি -ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গ্রেড পরিবর্তন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিসহ ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে, জেলার বিভিন্ন উপজেলা থেকে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এসে জড়ো হন তারা। প্রায় তিন ঘণ্টা চলে এ কর্মসূচি।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ সভাপতি মুয়েদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হবিকুল হাসান এবং সংগঠনের উপদেষ্টা আব্দুল রহমান রুমী।
বক্তারা অভিযোগ করেন, ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে এলেও দাবি না মেনে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। গ্রেড পরিবর্তন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিসহ কোনে দাবিই পূরণ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম।
বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এবং বলেন দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী (১ সেপ্টেম্বর) থেকে তারা ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন।
সভাপতি মোহাম্মদ মুয়েদ সিদ্দিকী বলেন, ‘স্বাস্থ্য খাতের সকল আন্তর্জাতিক সাফল্যের পেছনে স্বাস্থ্য সহকারীদের অবদান রয়েছে। তবুও এখন পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি নেই। বারবার প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। এখন সময় এসেছে বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার।’



