Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে সনি-স্মার্ট’র ৩০তম শোরুম উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম

মাদারীপুরে সনি-স্মার্ট’র ৩০তম শোরুম উদ্বোধন

ছবি : মাদারীপুরে সনি-স্মার্ট’র ৩০তম শোরুম উদ্বোধন

এবার মাদারীপুরে চালু হল সনি-স্মার্ট’র ৩০তম শোরুম। ফলে মাদারীপুর সদর এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

রোববার (৬ জুলাই, ২০২৫) মিলন হল রোড, ভুইয়া বাড়ির মোড়, মাদারীপুর সদর ঠিকানার স্থাপিত সনি-স্মার্টের শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী এবং সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: জুয়েল, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষ্যে মাদারীপুর সনি-স্মার্ট শোরুম থেকে প্রথম ২৫ জন গ্রাহক সনি ব্রাভিয়া ৪৩ ইঞ্চি (৪৩এক্স৭৫কে) টিভি কিনলে স্মার্ট ইয়ারবাডস এবং ৫০ ইঞ্চি (৫০এক্স৭৫কে) টিভি কিনলে স্মার্ট ইয়ারবাডস এবং অ্যান্ড্রয়েড এয়ার-মাউস বিনামূল্যে লুফে নিতে পারবেন।

এছাড়াও মিলছে জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট’র সকল পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা। এছাড়াও ডাবল সেভিংস, নির্দির্ষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনাসুদে ইএমআই সুবিধা, জিপি ষ্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ড-এর অধীনে দেশজুড়ে নানা স্বাস্থ্যসেবা, বেটার মিল, ক্লাউড কফি, স্যাফরন সুইটস-এর সকল শাখায় সব ধরনের খাদ্যপণ্যে বিশেষ মূল্যছাড়সহ আরও নানা সুবিধা।

মাদারীপুর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। মাদারীপুরের এই শোরুমটি সনি-স্মার্টের ৩০তম শোরুম। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

মাদারীপুর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী বলেন, “আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন সেই সমস্যা সমাধানে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একইসাথে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্যে জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা।”

তিনি আরও বলেন, জি-ফাইভ পলিসি মেইন্টেন করে আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। ইতোমধ্যে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট। আজ মাদারীপুরে সনি-স্মার্টের যে শো-রুম চালু হলে, এখান থেকে মাদারীপুর সদর ও আশেপাশের এলাকার বাসিন্দারা জেনুইন সনি পণ্যের এক্সপেরিয়েন্স নিতে পারবেন।”

মাদারীপুরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। এসব সম্ভব হচ্ছে সনি-স্মার্টে সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। 

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন