Logo
Logo
×

ধর্ম

পাত্রী দেখে টাকা দেওয়া কি জায়েজ

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

পাত্রী দেখে টাকা দেওয়া কি জায়েজ

বিয়ে মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত ও রাসুল (সা.)-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। যুবক-যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান এবং তা অনেক সাওয়াবেরও বটে। ইসলামি শরিয়তে বিয়ের গুরুত্ব অপরিসীম।

পবিত্র এই বন্ধনের প্রথম সূত্র হলো পাত্র-পাত্রী পরস্পরকে দেখা। হজরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) রাসুল (সা.) বলেছেন, ‘যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায়, তাহলে সে যেন যথাসম্ভব ওই মহিলাকে দেখে নেয়।’ (সুনানে আবু দাউদ : ২০৮২)

আমাদের দেশে একটি প্রচলিত ব্যাপার হলো পাত্র কিংবা পাত্রী দেখতে গিয়ে নগদ অর্থ হাদিয়া হিসেবে দেওয়া। এই ব্যাপারে শরিয়তের বিধান হলো- পাত্র-পাত্রী পরস্পরের দেখাদেখির পর পাত্রের পক্ষ থেকে পাত্রীকে কিংবা পাত্রীর পক্ষ থেকে পাত্রকে হাদিয়া দেওয়া জায়েজ আছে। (কিতাবুন নাওয়াজেল: ৮/২৮)

এটি এক ধরনের সামাজিকতাও বটে। যদি কোনো অঞ্চলে পাত্রীকে টাকা দেওয়ার প্রচলন থাকে, তাহলে টাকা দেওয়া যায়। আবার কারও মধ্যে বইপত্রের প্রতি আগ্রহ থাকে, তখন তাকে বইপত্র বিশেষ করে ইসলামি বইপত্র উপহার হিসেবে দেওয়া যায়। তদ্রূপ কারও বাড়িতে যাওয়ার সময় মিষ্টিজাতীয় কিছু নিয়ে গেলেন বা অন্য উপহারসামগ্রী নিয়ে গেলেন- এতে হারামের কিছু নেই, বরং এ সবকিছু উপহার হিসেবে ধর্তব্য হবে। আর উপহার-উপঢৌকন ইসলামে একটি পছন্দের বিষয়।

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন- تَهَادُوا تَحَابُّوا ‘তোমরা উপহার বিনিময় করো, পারস্পরিক সম্প্রীতি লাভ করবে।’ (বোখারি, আল-আদাবুল মুফরাদ: ৫৯৪, আবু ইয়ালা: ৬১৪৮, সহিহুল জামে: ৩০০৪)

উল্লেখ্য, ইসলামে বিয়ের আগে পাত্রীকে গাইরে মাহরামদের মধ্যে শুধু পাত্রই দেখতে পারবে। পাত্রের বাবা-ভাই, চাচা-মামা, দুলাভাই কিংবা বন্ধু কেউ সঙ্গে থাকতে পারবে না। পাত্রীর শুধু কবজি পর্যন্ত হাত, টাখনু পর্যন্ত পা ও মুখমণ্ডল দেখাই পাত্রের জন্য বৈধ। এ ছাড়া অন্য কোনো অঙ্গ আবরণ ছাড়া দেখতে পারবে না। এ ছাড়াও নির্জনে পাত্র-পাত্রীর একত্র হওয়া বৈধ নয়। তবে, পাত্রের বাড়ির মহিলারা পাত্রীকে দেখতে পারবে। (আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ২২/১৭; সুরা নিসা: ২৩, তাফসিরে মাজহারি: ২/২৫৪)

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন