
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৬:৫০ এএম
আগামী ২৫ বছর গরমকালে পড়বে না হজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:৫০ পিএম

ছবি : সংগৃহীত
আগামী ২৫ বছর যারা সৌদি আরবে হজ করতে যাবেন, তারা আর প্রচণ্ড গরমের মুখোমুখি হবেন না। ২০২৬ সাল থেকে হজযাত্রা ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মতো তুলনামূলকভাবে শীতল মৌসুমে অনুষ্ঠিত হবে।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)-এর মুখপাত্র হুসেইন আল কাতানি জানিয়েছেন, এবারের হজ ছিল গ্রীষ্মের শেষ হজ। পরবর্তী আট বছর হজ অনুষ্ঠিত হবে বসন্তে, এরপর আট বছর শীতে, তারপর শরৎ ঋতু পেরিয়ে পুনরায় গ্রীষ্মে ফিরে আসবে।
চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল হিজরি বর্ষপঞ্জির কারণে প্রতি বছর হজের সময় কিছুটা এগিয়ে আসে। এনসিএমের মতে, এই ধারাবাহিক পরিবর্তনের ফলে ২০৫০ সাল পর্যন্ত হজযাত্রীরা অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় হজ পালন করতে পারবেন।
২০৫০ সাল পর্যন্ত হজের সময়সূচি:
- ২০২৬-২০৩৩: বসন্ত (মে থেকে মার্চ)
- ২০৩৪-২০৪১: শীত (ফেব্রুয়ারি থেকে জানুয়ারি, পরে ডিসেম্বর)
- ২০৪২-২০৪৯: শরৎ (নভেম্বর থেকে সেপ্টেম্বর)
- ২০৫০: গ্রীষ্মকাল (অগাস্ট)
এনসিএমের গবেষণা অনুযায়ী, এই পরিবর্তন সৌদি আরবের আবহাওয়ার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং হজযাত্রার সময় তীব্র গরম থেকে রেহাই দিতে পারে।