Logo
Logo
×

ধর্ম

এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০২:১৮ পিএম

এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ

ছবি : শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ

চলতি বছর আরাফার ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় ফরমানে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।  

সৌদির স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হাজীদের উদ্দেশে খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে তার ভূমিকা মুসলিম বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত এই খুতবা হজের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ। এটি বিশ্বজুড়ে আগত মুসলিমদের জন্য আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।  

২০২৫ সালের আরাফা দিবস আগামী ৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির ৯ জিলহজ থাকবে, যেদিন হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হবে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন