Logo
Logo
×

ধর্ম

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

ছবি : সংগৃহীত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল, শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদ দেখা গেছে।

সৌদিতে চাঁদ দেখার জন্য বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছাকাছি সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি সবচেয়ে বড়। তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ায় খালি চোখে চাঁদ দেখা কঠিন হয়ে যায়।

তবে, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের আকাশ কিছুটা পরিষ্কার ছিল। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকায় সূর্য অস্ত গেলেও সেখানে চাঁদ দেখা যায়নি। কিন্তু দেশের অন্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত থাকে। এরপর ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয়।

এর আগে স্থানীয় সময় দুপুরে সাধারণ মানুষকে আবারও খালি চোখে অথবা দুরবীন ব্যবহার করে চাঁদ দেখার আহ্বান জানানো হয়। বলা হয়, কেউ যদি চাঁদ দেখে থাকেন তিনি যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন।

এ বছর অস্ট্রেলিয়া চাঁদ দেখে প্রথম রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি, ফলে তারা ২ মার্চ থেকে পবিত্র রমজান পালন শুরু করবে। এছাড়া ফিলিপাইনও জানায় যে, তাদের এখানে আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে, আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া এবং ফ্রান্সেও রমজানের চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশেও কাল শনিবার থেকে রমজান শুরু হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন