শ্রদ্ধা ও উৎসবের আবহে দেশজুড়ে উদ্যাপিত হচ্ছে সরস্বতীপূজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রবসনা দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতীপূজা।
রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলো সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। জ্ঞান ও বিদ্যার দেবীর আশীর্বাদ কামনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও ভক্তরা।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে পরিচিত। শ্বেতশুভ্রবসনা এই দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকায় তাকে বীণাপাণিও বলা হয়।
সরস্বতীপূজা উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্যই এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।



