Logo
Logo
×

ধর্ম

স্ত্রী সাবিকুন নাহারের পোস্ট নিয়ে মুখ খুললেন আবু ত্বহা আদনান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

স্ত্রী সাবিকুন নাহারের পোস্ট নিয়ে মুখ খুললেন আবু ত্বহা আদনান

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক কিছু বিতর্ক নিয়ে একটি দীর্ঘ আবেগঘন বিবৃতি দিয়েছেন।

তিনি তাঁর স্ত্রী সাবিকুন্নাহার-এর সাম্প্রতিক দুইটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে বলেন, স্ত্রী ভুল করেছেন ও ভুল বুঝেছেন, তবে তিনি (আবু তাওহা) তাঁকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন।

তিনি লিখেছেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এমনকি যদি তুমি ইমাম হাসানের ক্বাতেলের মতোও হতে, তবুও আমি তোমাকে ক্ষমা করে দিতাম। কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মুহাব্বাত করি।

আবু ত্বহা তাঁর পোস্টে উল্লেখ করেন, বিগত চার বছরের দাম্পত্য জীবনে নানা চ্যালেঞ্জ ও ভুল বোঝাবুঝি সত্ত্বেও তিনি স্ত্রীকে ভালোবেসে এসেছেন এবং সবসময় ইসলাহ ও ইখলাসের চেষ্টা করেছেন।

তিনি আহ্বান জানান, কেউ যেন তাঁর স্ত্রীকে কোনো কটূ কথা না বলেন। বরং সবাই যেন ক্ষমা, সহমর্মিতা ও ইসলাহের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেন।

ত্বহা বলেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কেউই ভুলেও তাকে কোন প্রকার কটূ কথা বলবেন না। একটা লাইনও না… আমি অভ্যস্ত এসব শুনতে, কিন্তু সে নয়।

নিজের প্রতিষ্ঠান, পারিবারিক সম্পর্ক ও অতীত জীবনের প্রসঙ্গেও তিনি খোলামেলা বক্তব্য দিয়েছেন। বলেন, তিনি একসময় জাগতিক জীবনে ছিলেন, কিন্তু ১৫ বছর আগে দ্বীনে ফিরে আসার পর থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে।

পোস্টের শেষাংশে আবু ত্বহা গভীর আবেগ নিয়ে দোয়া করেন, আজ অবদি আমার সাথে যারা অন্যায় করেছে, আমি সবার জন্যই ক্ষমা ও ইসলাহের দুয়া করি। মহান আল্লাহ এই ওয়াসিলায় আমাকে আমার কাঙ্ক্ষিত শাহাদাতের মওত নাসিব করুন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন