Logo
Logo
×

ধর্ম

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

ছবি-সংগৃহীত

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই দাবি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদরাসায় কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগরীর ৪নং জোনের উদ্যোগে আয়োজিত এ সভা গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় নেতা মুফতি সুলতানা মহিউদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা রাশেদ বিন নূর, ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, মাওলানা সানাউল্লাহ খান, মুফতি হাবিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন