Logo
Logo
×

ধর্ম

গাজায় হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষের দায় গোটা বিশ্বের: শায়খ আহমাদুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম

গাজায় হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষের দায় গোটা বিশ্বের: শায়খ আহমাদুল্লাহ

গাজায় চলমান হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সুপরিচিত আলেম ও ইসলামি আলোচক শায়খ আহামদুল্লাহ। তিনি বলেন, গাজায় ইসরায়েলের পরিচালিত এই হত্যাযজ্ঞ ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় পুরো পৃথিবীবাসীকেই বহন করতে হবে।

সোমবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখলে আমরা দিশেহারা হয়ে যাই। অথচ গাজার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে। মানবতার ধ্বজাধারীরা একদিকে তাদের ওপর বোমা ফেলছে। আবার যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে, তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে।

তিনি বলেন, এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে, আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না। আরব বিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ। আটশ কোটি মানুষ—আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করবো!

শেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো!

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন