Logo
Logo
×

রাজনীতি

ফারুকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২ জনের জামিনে নিন্দা গণঅধিকার পরিষদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম

ফারুকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২ জনের জামিনে নিন্দা গণঅধিকার পরিষদের

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি জামিন পাওয়ায় নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত ফারুক হাসানকে দেখতে গিয়ে তিনি এ নিন্দা জানান।

রাশেদ খান বলেন, বিচার বিভাগ এখনো স্বাধীন হতে পারেনি বলেই গ্রেপ্তার হওয়া আবীর আহমেদ ও কোরবান শেখ হিল্লোল এত দ্রুত জামিন পেয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে আহতদের নিয়ে নাটক করতেই হামলাকারীরা নানা বক্তব্য দিচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আহত ফারুক হাসানও।

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকা থেকে জাতীয় বিপ্লবী পরিষদের দুই কর্মী মো. শরীফ মিজি ও মো. কোরবান শেখ হিল্লোলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের ১১ ঘণ্টা পরই তারা জামিন পায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাধা দেয়। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে তার ওপর হামলা চালায়। আসামি এসকে আবির আহামেদ শরীফ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা টিপ ছুরি দিয়ে ফারুকের কপালে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। আসামি হিল্লোলসহ অন্যরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে ও লাঠি দিয়ে আঘাত করে। তার পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করে ছিঁড়ে ফেলে। এসময় তার কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ৫ জানুয়ারি ফারুক হাসান নিজে বাদী হয়ে মামলা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন