
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম
এক ভিসায় ছয় দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশকে ঘিরে একটি অভিন্ন পর্যটন অভিজ্ঞতা গড়ে তুলতে ‘ছয় দেশ, এক গন্তব্য’ নামে নতুন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এই উদ্যোগের লক্ষ্য হলো পর্যটকদের জন্য সীমান্ত পেরোনো সহজ করা, বিভিন্ন সংস্কৃতি ও স্বাদ একসঙ্গে উপভোগ করা এবং একাধিক দেশে ঘুরে বেড়ানোর অনন্য সুযোগ সৃষ্টি করা।
থাইল্যান্ড ছাড়াও এই প্রকল্পে ইতোমধ্যে যোগ দিয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম। তবে ষষ্ঠ দেশের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এই ক্যাম্পেইনে যা থাকছে:
বিলাসবহুল জাহাজ ভ্রমণ: সিঙ্গাপুর, মালয়েশিয়ার পেনাং, থাইল্যান্ডের ফুকেট এবং ভিয়েতনামের হো চি মিন সিটি—সব মিলিয়ে এক ভ্রমণে উপভোগ করা যাবে।
ঐতিহ্যবাহী সংস্কৃতি দর্শন: বৌদ্ধ স্থাপত্য, পেরানাকান সংস্কৃতি ও ঐতিহাসিক শহরগুলোর ভ্রমণ সুযোগ থাকবে।
আঞ্চলিক খাবার অন্বেষণ: এক দেশ থেকে আরেক দেশে গিয়ে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা।
নিজে গাড়ি চালিয়ে ভ্রমণ: অংশগ্রহণকারী দেশগুলোতে পর্যটকেরা নিজেরাই গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতে পারবেন।
ঋতুভিত্তিক উৎসব: দেশগুলোর ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে, যা সাংস্কৃতিক অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেবে।
যৌথ ভিসার পরিকল্পনা:
এই উদ্যোগের আওতায় একটি যৌথ ভিসা চালুর চিন্তাভাবনা রয়েছে, যাতে একবার ভিসা নিলেই সব অংশগ্রহণকারী দেশে ভ্রমণ করা যায়। ইউরোপের শেনজেন ভিসার মতোই এর কার্যকারিতা হবে। এছাড়া দ্রুত প্রবেশের জন্য থাকবে বিশেষ ইমিগ্রেশন লেন।
বিশেষ প্যাকেজ সুবিধা:
হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য অভিজ্ঞতা একত্রে থাকবে বিশেষ পর্যটন প্যাকেজে, যেখানে থাকবে বিশ্বমানের খাবার ও থাকার ব্যবস্থা।
কবে চালু হচ্ছে:
এই ক্যাম্পেইন শুরু হবে চলতি বছরের শেষ দিকে। যে দেশগুলো প্রস্তুত থাকবে, তারা প্রথম ধাপে যুক্ত হবে। পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।
থাইল্যান্ডের এই যুগান্তকারী উদ্যোগ শুধু পর্যটনের জন্য নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান, অর্থনৈতিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। ক্যাম্পেইনটি সফল হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণ হবে আগের চেয়ে আরও সহজ, সাশ্রয়ী ও স্মরণীয়।
সূত্র: থাইল্যান্ড বিজনেস নিউজ