Logo
Logo
×

সাক্ষাৎকার

ছায়া সংসদে একই মঞ্চে সানজিদা তুলি ও ব্যারিস্টার আরমান

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

ছায়া সংসদে একই মঞ্চে সানজিদা তুলি ও ব্যারিস্টার আরমান

ছবি : সংগৃহীত

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের একই মঞ্চে বসেছেন মায়ের ডাক এর প্রধান সমন্বয়ক ও ঢাকা১৪ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সানজিদা ইসলাম তুলি বলেন, বিএনপিজামায়াতের অনৈক্য ও চলমান পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা। বিবাদমান পরিস্থিতি থেকে উত্তরণে এমন ব্যবস্থা চাই যাতে ভিন্নমতের কেউ প্রতিহিংসার শিকার না হয়। আমরা ভিন্ন মতের বা ভিন্ন দলের হতে পারি কিন্তু ন্যায়বিচার ও অধিকার আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য এক।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্যের নেপথ্যে ফ্যাসিস্ট রেজিম ও বিদেশী শক্তির ইন্ধন থাকতে পারে। বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তথাকথিত লকডাউন, বিভিন্ন স্থানে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে। এসব অপকর্ম সফল হবে না। হাসিনার আমলে নির্যাতন ও ভয়ভীতির মধ্যেও আমরা টিকে ছিলাম, ভবিষ্যতেও প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকব।

অন্যদিকে অনুষ্ঠানে একই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) বলেন, বিএনপি জামায়াতের এখন যে তর্ক চলছে তাতে কোন দলই পারফেক্ট নয়। এই বিতর্কের মাধ্যমেই জনগণের রায়ে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বাধাগ্রস্থ হবে না।

আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন আয়নাঘরে গুম থাকা ব্যারিস্টার আরমান বলেন, ফ্যাসিবাদ আমলে কেবল আমিই নই, পুরো জাতিই আয়নাঘরে বন্দী ছিলো। দল ও প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে দ্বন্দ্ব থাকবে না। প্রতিযোগিতা হবে জনগনকে সেবার মাধ্যমে সুস্থ রাজনীতি উপহার দেওয়ার। আমরা ফ্যাসিবাদের কালো চেহারা দেখেছি। তরুণরাই ফ্যসিবাদকে লাল কার্ড দেখিয়ে আমাদের মুক্ত করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি আর দেখতে চাই না। এজন্য রাজনীতিবিদসহ সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, নির্বাচন ঘিরে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা বিরাজ করছিলো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর তা কেটে গেছে। নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত সব রাজনৈতিক দলগুলোর জন্য উইনউইন সিচুয়েশন তৈরি করেছে। দেশ এখন নির্বাচনের পথে। তবে এবারের নির্বাচন হবে বাঘে বাঘে লড়াই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন