Logo
Logo
×

ফিচার

আজ ৯ নভেম্বর ‘ঝামেলার শেষ নেই’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

আজ ৯ নভেম্বর ‘ঝামেলার শেষ নেই’

ছবি : সংগৃহীত

মানুষ সবসময় স্বস্তি আর আরাম খুঁজে। কিন্তু চাইলেই কী আর তা পাওয়া যায়? যায় না। জীবনে কত সহস্র ধরণের ঝামেলা আছে। এই ঝামেলা অস্বীকার করে সামনে কবে কে এগোতে পেরেছে? কেউ পারেনা।

প্রতিদিনের জীবনের সঙ্গে আমাদের অস্বস্তি, বিরক্তি আর বিভিন্ন ধরণের ঝামেলা লেগেইউ থাকে। আমরা বর্তমানে বাঁচতে চাই। তাই আমাদের এই সবকিছু হাসিমুখে মেনে নিতে হয়। মানুষ হয়তো এইসবকিছু মেনেও নেয় আবার মকাঝেমাঝে এসব কিছু আমাদের উৎসবের উপলক্ষ্যও হয়ে ওঠে।

তেমনই এক দিন আজ। আজ ৯ নভেম্বর, ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে) দিবস। এই দিনটি পালিত হয় যুক্তরাষ্ট্রে কবে,কখন, কীভাবে এর চল হয়েছিল, তা অবশ্য জানা যায় না।

জীবনে অশান্তি আর জটিলতা কখনো শেষ হওয়ার না- এই ব্যাপার মাথায় রেখে আমাদের জীবনাচরণ বদলানো যেতে পারে। এব্যাপারে ‘ইতিবাচকতার গুরুত্ব সবসময়ই থাকবে।

এই ঝামেলাপূর্ণ জীবনটাতে একটু স্বস্তি আনতে আমাদের প্রাত্যহিক কাজে আমরা নিয়ে আসতে পারি পরিবর্তন। দিনের শুরুটা হতে পারে হালকা শরীরচর্চা আর এক কাপ ধোঁয়াওঠা গরম চা বা কফির সাথে।

এই হালকা শীতের সকালে আপনি একটা শাল মুড়িয়ে হেঁটেও আসতে পারেন একটা নীরব রাস্তা ধরে। ব্যস্ত জীবন থেকে নিজেকে কিছুসময়ের ছুটি দিতে সকল ধরণেরর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিভাইস থেকে থাকতে পারেন কিছু সময়ের জন্য দূরে।

যদিও জীবনের বাস্তবতায় আমাদের ঝামেলার অন্ত নেই, কিন্তু নিজের জন্য কিছু ঝামেলাহীন সময় আপনি আজ বের করে নিতেই পারেন। হয়ত আপনার মনে হয়ে গেলো এ৪ই জীবন আর এই ঝামেলা খুব একটা খারাপ না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন