
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম
রাজধানীর বনশ্রীতে এজেন্ট ব্যাংক শাখা ও বাসায় দুর্বৃত্তের তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:২৬ এএম

ছবি - সংগৃহীত
রাজধানীর মেরাদিয়া বনশ্রী এলাকায় এইচ ব্লকে রাত ২টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের সাইনবোর্ড ভাংচুর করে। পরে এইচ ব্লকের ৮ নং বাড়ির মেইন দরজা ভেঙে ভেতরে ঢোকে সন্ত্রাসীরা। ফ্ল্যাট মালিক আলমগীর, কেয়ারটেকার মীর আহসান ও তার স্ত্রী রোজিনা আকতারকে মারধর করে তারা। এ সময় আলমগীরের মাথা ফেটে যায়।
দুর্বৃত্তদের ভাংচুরের শব্দে আতংক ছডিয়ে পড়ে পুরো এলাকায়। বনশ্রী এলাকার নাইট গার্ডরা বলেন, রাত ২টার দিকে বেশ কিছু দুর্বৃত্ত ৮ নং চৌধুরী ভিলায় ভাংচুর শুরু করে। এবং ভবনের মেইন গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঐ ভবনের কয়েকজনের ওপর হামলা করে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর ও কেয়ারটেকার মীর আহসান জানান,রাত ২টার দিকে নিচে একদল সন্ত্রাসী গেট ভাঙতে শুরু করে। বাধা দিলে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা শুরু করে। হামলাকারীরা নিজেদের খিলগাঁও বিএনপির ৩নং ওয়ার্ড নেতা হালিম মোহাম্মদের অনুসারী বলে দাবি করেন।
এজেন্ট ব্যাংকের স্বত্বাধীকারী শান্তা জানান, কিছুদিন ধরে হালিমের ছেলে অনন্ত ও তার বন্ধু নীরব আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত একমাস আগে আমার স্বামীর আর-15 মোটরসাইকেল নিয়ে যায়। বুধবার বিকালে আবার মেরাদিয়া এজেন্ট ব্যাংক শাখায় এসে হুমকি দেয়, টাকা না দিলে ব্যবসা করতে দিবে না। যার প্রেক্ষিতে রাতে এসে ব্যাংক শাখা ও ভবনে হামলা ভাংচুর চালায় সন্ত্রাসীরা। শান্তা আরো জানান বাইক ছিনতাইয়ের ঘটনায় শাহজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বৃহস্পতিবার ভোররাতের ঘটনায় খিলগাঁও ও শাহজাহানপুর থানায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানায় পুলিশ।