
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম
কাঁচামরিচ বেশি খেলে যেসব শারীরিক সমস্যা হতে পারে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:০৫ পিএম

গুঁড়ো মরিচের চেয়ে কাঁচামরিচ তুলনামূলকভাবে স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত খেলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। চলুন, জেনে নিই বেশি কাঁচামরিচ খাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে।
পেটের সমস্যা ও আলসার :
বেশি কাঁচামরিচ খেলে পেটে ব্যথা, জ্বালা ও অস্বস্তি হতে পারে। নিয়মিত অতিরিক্ত কাঁচামরিচ খেলে আলসারের ঝুঁকিও বাড়ে। এর ফলে হজমের সমস্যা বেড়ে যেতে পারে এবং পেটের জটিল অসুখ দেখা দিতে পারে।
অ্যাসিডিটি ও অ্যাসিড রিফ্লাক্স :
যাদের আগে থেকেই অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের কাঁচামরিচ খাওয়ায় আরো সতর্ক থাকা দরকার।
বেশি কাঁচা মরিচ খেলে খাবার খাওয়ার পরপরই ঢেকুর, গলা জ্বালা বা মুখে টক জল উঠে আসা—এসব সমস্যা বেড়ে যেতে পারে।
হজমে গণ্ডগোল ও ডায়রিয়ার আশঙ্কা :
অতিরিক্ত কাঁচামরিচ বদহজম বাড়ায়। পেটে গ্যাস, ঢেকুর ইত্যাদির সঙ্গে ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যাদের হজম দুর্বল।
ত্বকে অ্যালার্জির সমস্যা :
অনেকের ত্বক সংবেদনশীল (সেনসিটিভ) হয়। তাদের ক্ষেত্রে বেশি কাঁচামরিচ খাওয়ার ফলে ত্বকে চুলকানি, লাল দাগ, র্যাশ বা জ্বালাভাব দেখা দিতে পারে। এটি এক ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া, যা কখনও কখনও মারাত্মক হতে পারে।
কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে, তবে মাত্রার অতিরিক্ত হলে তা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে যাদের পেটের সমস্যা বা ত্বক সংবেদনশীল, তাদের উচিত পরিমিত পরিমাণে কাঁচা লঙ্কা খাওয়া।
সূত্র : এবিপি বাংলা