Logo
Logo
×

জলবায়ু

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে ধরলেন জাতিসংঘ মহাসচিব

Icon

মোরছালীন বাবলা, আজারবাইজান (বাকু) থেকে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে ধরলেন জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জড়িয়ে ধরলেন জাতিসংঘ মহাসচিব

আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে একে অপরকে জড়িয়ে ধরলেন দুই পুরনো বন্ধু- ড.মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব এ্যান্তেনিও গুতরেস। একে অপরকে জড়িয়ে ধরলেন তারা, অভূতপূর্ব এক মুহুর্ত হলো। কথা হলো অল্প, কিন্তু তা বার্তা দিয়ে গেলো অনেক কিছুই।

আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে একে অপরকে জড়িয়ে ধরলেন দুই পুরনো বন্ধু- ড.মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব এ্যান্তেনিও গুতরেস

আজারবাইজানের স্থানীয় সময় বেলা সাড়ে ১২ টার দিকে সম্মেলন স্থলের প্ল্যানারি হলের সামনে মুখোমুখি হন তারা।  দেখা  হতেই হাত বাড়িয়ে  ড. ইউনূসকে কাছে টেনে নেন জাতিসংঘ মহাসচিব।   বলেন কেমন চলছে বাংলােদেশ? হাস্যেজ্জল প্রধান উপদেষ্টাকে এ সময় বলতে শোনা যায়- মানুষের প্রত্যাশা পুরণের চেষ্টা করছেন তিনি।   বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলে তিনি ‌‌ ‍’অবশ্যই, অবশ্যই’ বলে সমর্থন জানান।   একই স্থানে ড. ইউনূসের সাথে দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ  তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের এই বিশ্ব নন্দিত নেতাকে বাংলােদেশ সফরের আমন্ত্রনও জানান ড. ইউনূস।  তিনি শিগগিরই আসবেন বলে জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন