Logo
Logo
×

জলবায়ু

কপ-২৯ জলবায়ু সম্মেলন

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

Icon

মোরছালীন বাবলা,আজারবাইজান (বাকু) থেকে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতিসংঘের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপ-২৯-এ মঙ্গলবার কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে পৃথকভাবে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি কীভাবে এড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতা ও কূটনীতিকরা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন।

সম্মেলনটি এমন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা তেল শিল্পের জন্মস্থান বলে পরিচিত।

সোমবার সন্ধ্যায় কপ-২৯ এ অংশ নিতে বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে ড. ইউনূস ও তার সফর সঙ্গীদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন