Logo
Logo
×

জলবায়ু

আরও কয়েকদিন বাড়বে নদীর পানি, থাকবে বিপৎসীমার নিচে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম

আরও কয়েকদিন বাড়বে নদীর পানি, থাকবে বিপৎসীমার নিচে

ছবি : সংগৃহীত

দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদ-নদীগুলোর পানি আগামী কয়েকদিন বাড়বে। যদিও নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে ছাতক (সুনামগঞ্জ) ৭৮.০ মি.মি., দক্ষিণবাগ (মৌলভীবাজার) ৭৩.০ মি.মি. ও লামা (বান্দরবন) ৭১.০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। তবে উজানে ভারতে উল্লেখযোগ্য ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি।

যদিও আগামী ৩ দিন (৭ অক্টোবর ৯টা থেকে ১০ অক্টোবর ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে জানানো হয়।

পর্যবেক্ষণকৃত স্টেশনের তথ্যের ভিত্তিতে সরকারি সংস্থাটি আরও জানায়, ১২৭টি পয়েন্টের মধ্যে ৭৮টি স্থানে পানি বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে ৪৭ ও অপরিবর্তিত আছে ২টি স্থানে।

প্রধান অববাহিকার পূর্বাভাস

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ স্থিতিশীল থাকতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

পাশাপাশি গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ০২ দিন স্থিতিশীল থাকতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এ ছাড়া সুরমা নদীর পানি সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে; অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২ দিন হ্রাস পেতে পারে ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে। 

অন্যান্য অববাহিকার

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের আপার আত্রাই, আত্রাই, পুনর্ভবা, ঘাঘট, যমুনেশ্বরি ও করতোয়া নদীসমূহের পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

আর চট্টগ্রাম বিভাগের হালদা, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস যা বলছে

মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এমন আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে আরও বলা হয়, এ দিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় খুব ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টি অনেকটাই কমে আসবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন