ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
সকাল থেকে গত ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত না হলেও সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, এবং এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস
আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে
এই পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যার সময় বাইরে যাওয়া বা পরিকল্পনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।



