Logo
Logo
×

জলবায়ু

সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:১৯ পিএম

সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তের ওপরে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে দেশের ৮টি বিভাগের বেশিরভাগ জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

এ ছাড়া অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর ওপরে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: সব জেলার ওপরে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলা এবং দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার ওপরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

সিলেট বিভাগ: আজ প্রায় সারা দিন সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছাকাছি উপজেলাগুলোয় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: সকাল ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে দক্ষিণ দিকের সব জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে।

রংপুর বিভাগ: সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা ও তৎসংলগ্ন উপকূলবর্তী সমুদ্রে উত্তাল অবস্থা বিরাজ করছে। এই জেলাগুলোর উপকূলে মাছ ধরার ছোট ট্রলার কিংবা বাণিজ্যিক ছোট জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন