
প্রিন্ট: ১৮ জুলাই ২০২৫, ০২:৫৫ এএম
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:২২ এএম

ছবি- সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (২২ জুন) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ঝড়বৃষ্টিসহ সতর্কবার্তা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের নয়টি জেলার ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে: ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ) দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, রাজধানী ঢাকায় আজ সারা দিনে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বইতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। তবে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হলেও তাপমাত্রায় বড় ধরনের ভিন্নতা আসবে না।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল (২১ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।