Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:০২ পিএম

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

ইসরায়েলে পঞ্চম দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল দাবি করেছে, তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, তবে ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত তিন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পাঁচ দফায় ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেলুজালেম পোস্ট ও রয়টার্স।

ইসরায়েলের তেল আবিব, জেরুজালেমসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ শোনা গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রিশন লেজিওন ও আশপাশের এলাকায় মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। জরুরি উদ্ধাকারী বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে, ইরানি হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। তাছাড়া তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা হামলা আরও জোরালো করবে ও ইসরায়েলকে রক্ষার চেষ্টাকারী যেকোনো দেশের ঘাঁটি তাদের লক্ষ্যবস্তু হবে।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন