Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলার প্রশংসা ট্রাম্পের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:২৭ পিএম

ইরানে হামলার প্রশংসা ট্রাম্পের

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘চমৎকার’ হিসেবে প্রশংসা করেছেন এবং বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো একটা চুক্তির সুযোগ আছে, না হলে দেশের অস্তিত্বই শেষ হয়ে যাবে। খবর আল-জাজিরার।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর হামলা চালিয়ে শীর্ষ সামরিক কমান্ডার ও ছয়জন পারমাণবিক বিজ্ঞানী হত্যার ‘অপরাধের’ জবাবে ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে।

দুইজন মার্কিন সরকারি কর্মকর্তা এপি নিউজকে জানিয়েছেন, ইরানের ওপর ইসরাইলের হামলার পর এবং তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ, বিশেষ করে যুদ্ধজাহাজ স্থানান্তর করছে।

মার্কিন নৌবাহিনী জাহাজ ইউএসএস থমাস হাডনারকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও একটি ধ্বংসাস্ত্রকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে প্রয়োজন পড়লে তারা দ্রুত হোয়াইট হাউজের নির্দেশনায় কাজ করতে পারে।

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এ পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন