
প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৮ এএম
প্রধান উপদেষ্টার বৈঠক ব্রিটেনের স্পিকারের সঙ্গে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:০৮ পিএম

ব্রিটেনের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকালে ব্রিটিশ পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান লন্ডনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন।
তিনি জানান, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই বৈঠকে উপস্থিত ছিলেন।