
প্রিন্ট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
বিধস্ত প্লেনের পাইলটদের তথ্য প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:২৩ পিএম

ছবি-সংগৃহীত
দুইশোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয় গুজরাটের রাজধানী আহমেদাবাদে। প্লেনটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।
ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্লেনটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। তিনি একজন এলটিসি (যিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দেন) ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। তার সঙ্গে কো-পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। কো-পাইলটের প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল ১১০০ ঘণ্টা।
আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, প্লেনটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে। পাইলট বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের ডাকে প্লেনটি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ও পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।
এয়ার ইন্ডিয়া বলেছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে ও যথাসময়ে বিস্তারিত তথ্য জানাবে তারা।