Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে প্লেন বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

ভারতে প্লেন বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

ছবি- সংগৃহীত

ভারতের আহমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

তবে এখনো পর্যন্ত দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ পাওয়া যায়নি। ঘটনার পর উদ্ধার ও নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এতে প্রায় ২৪২ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

প্রাথমিকভাবে ২০০ জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, বিধ্বস্ত হওয়ার সময় আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময়ই যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

গুজরাট পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। উদ্ধার কাজ চলছে। এদিকে দুর্ঘটনার পরপর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্সের বহু ইউনিট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন