Logo
Logo
×

আন্তর্জাতিক

আজ আকাশে দেখা যাবে বিরল ‘স্ট্রবেরি মুন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:১৪ পিএম

আজ আকাশে দেখা যাবে বিরল ‘স্ট্রবেরি মুন’

ছবি- সংগৃহীত

আকাশপ্রেমীদের জন্য আজ আসছে অসাধারণ এক সন্ধ্যা। সংযুক্ত আরব আমিরাতের আকাশে আজ বুধবার (১১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে বিরল একটি মহাজাগতিক দৃশ্য- ‘স্ট্রবেরি মুন’।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, বসন্তের শেষ পূর্ণ চাঁদ হিসেবে পরিচিত এই চাঁদ ২০৪৩ সাল পর্যন্ত আর এই মাত্রায় দেখা যাবে না। নামের সঙ্গে গোলাপি বা লাল রঙের কোনো সম্পর্ক না থাকলেও, ‘স্ট্রবেরি মুন’ নামটি অনেকটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এটি বসন্ত ঋতুর শেষ পূর্ণ চাঁদ।

যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায় জুন মাসে স্ট্রবেরি ফল সংগ্রহের সময় এই পূর্ণ চাঁদ দেখেই ‘স্ট্রবেরি মুন’ নামটি দিয়েছিল। তবে বাস্তবে এই চাঁদ সাধারণত হলুদ বা কমলা আভাযুক্ত হয়ে থাকে।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁদ উঠবে এবং তা দেখা যাবে পরবর্তী দিন ভোর ৫টা ৫৫ মিনিট পর্যন্ত। এই চাঁদটি খালি চোখেই পরিষ্কারভাবে দেখা যাবে, কোনো টেলিস্কোপ বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। শহর, সমুদ্রসৈকত, মরুভূমি কিংবা উঁচু স্থান-যে কোনো খোলা জায়গা থেকেই চাঁদটি উপভোগ করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই সময় পৃথিবী ও চাঁদের কক্ষপথের ঢাল এমন একটি অবস্থায় থাকে, যাতে চাঁদ সবচেয়ে নিচু দিগন্তে উঠে আসে। এই অবস্থাকে বলা হয় ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’। উত্তর গোলার্ধে এটি হবে আগামী ২০৪৩ সালের আগ পর্যন্ত সবচেয়ে নিচু পূর্ণ চাঁদ, ফলে দিগন্তের খুব কাছাকাছি অবস্থান থেকে চাঁদটি দেখা যাবে। প্রতি ১৮.৬ বছর পর এই ঘটনা ঘটে, যখন চাঁদ তার কক্ষপথের এক বিশেষ অবস্থানে পৌঁছায়। 

এই দৃশ্য শুধু মহাকাশ বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক বিরল অভিজ্ঞতা। তাই সন্ধ্যা সাড়ে ৭টায় চোখ রাখুন আকাশে, উপভোগ করুন প্রকৃতির অনন্য এই উপহার- বিরল স্ট্রবেরি মুন।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন