Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ১১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:১৫ পিএম

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ১১

ছবি- সংগৃহীত

অস্ট্রিয়ার শহর গ্রাজের একটি হাইস্কুলে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছেন বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র ও পুলিশ। 

গ্রাজের মেয়র এলকে কাহর জানান, নিহত ১১ জনের মধ্যে সাতজন শিক্ষার্থী ও দুইজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। পুলিশ জানায়, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

অস্ট্রিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারী ২১ বছর বয়সী একজন সাবেক ছাত্র। তিনি একসময় ওই স্কুলেই পড়তেন। স্থানীয় এক পত্রিকা জানায়, তিনি অতীতে সহপাঠীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন। তবে সেই ক্ষোভ থেকেই এই হমলা চালানো হয়েছে কি না, তা জানা যায়নি।

তিনি পিস্তল ও শটগান ব্যবহার করে দুটি শ্রেণিকক্ষে গুলি চালান, যার একটি ছিল তার পুরনো ক্লাসরুম। এরপর তাকে স্কুলের এক বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, হামলাকারী একজনই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনা শান্তিপূর্ণ ও মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ায় যুদ্ধের বাইরের সবচেয়ে প্রাণঘাতী গণহত্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন