Logo
Logo
×

আন্তর্জাতিক

সাইবেরিয়ার গভীর জঙ্গলে ৫ আরোহীসহ বিমান নিখোঁজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০২:০৬ পিএম

সাইবেরিয়ার গভীর জঙ্গলে ৫ আরোহীসহ বিমান নিখোঁজ

ছবি- সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়ায় পাঁচ আরোহীসহ একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে দুই পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ছিল একটি আন্তোনভ এএন-২। এটি সোভিয়েত আমলে ব্যাপকভাবে উৎপাদিত একটি এক ইঞ্জিনবিশিষ্ট বাইপ্লেন, যেটি মূলত কৃষিকাজ ও বন ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

বিমানটি রাশিয়ার দূর উত্তর-পূর্বাঞ্চলের ইয়াকুতিয়া অঞ্চলের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় বিপদ সংকেত পাঠিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যালয়।

বিমানটির সন্ধানে ইতোমধ্যে একটি উদ্ধার ও অনুসন্ধান বিমান পাঠানো হয়েছে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন