Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া ফের যুদ্ধবন্দি বিনিময়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:৪৯ এএম

ইউক্রেন-রাশিয়া ফের যুদ্ধবন্দি বিনিময়

ছবি-সংগৃহীত

আবারও বন্দি বিনিময় শুরু করেছে ইউক্রেন ও রাশিয়া। এবারের পর্যায়ে প্রথম ধাপে সোমবার (৯ জুন) ২৫ বছরের কম বয়সীদের মুক্তি দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ঠিক কতজন বন্দি বিনিময় হয়েছে, তা কোনও পক্ষ থেকেই জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই  সমান সংখ্যক সেনাসদস্য বিনিময় করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিয়মিত নৈশ ভিডিও বার্তায় বলেছেন, রুশ পক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, এই বন্দি বিনিময় কয়েকধাপে সম্পন্ন হবে।

চলতি মাসের ২ তারিখে ইস্তানবুলে আয়োজিত বৈঠকে এই বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বৃহত্তর রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে না পারলেও যুদ্ধবন্দি এবং নিহতদের দেহ ফেরত দেওয়ার মতো মানবিক ইস্যুতে দুই পক্ষ কিছুটা ঐক্যমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এবারের বন্দি বিনিময়ের লক্ষ্য হলো গুরুতর অসুস্থ বা আহত ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে ফিরিয়ে আনা। তবে সোমবার যাদের হস্তান্তর করা হয়েছে, তাদের বেশিরভাগই সুস্থ ও সচল দেখা গেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন