Logo
Logo
×

আন্তর্জাতিক

ফ্রান্সে ‘পাহাড়ের ঘুমপাড়ানি গান’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:৪১ পিএম

ফ্রান্সে ‘পাহাড়ের ঘুমপাড়ানি গান’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী

ফ্রান্সে চিত্রশিল্পী তুফান চাকমার ‘পাহাড়ের ঘুমপাড়ানি গান’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী।

শিল্প ও সংস্কৃতির পাদপীঠ ফ্রান্সের প্যারিসের অদূরে গ্রাম বৈচিত্র্য পরিপূর্ণতায় ভরা শহর মোরেট-লোইং-এট অরভান এ রোল্যান্ড ড্যাগনাউড মিলনায়তনে শেষ হলো তরুণ চিত্রশিল্পী তুফান চাকমার প্রথম একক চিত্রপ্রদর্শনী। ফ্রান্সে বসবাসরত আদিবাসীদের সংগঠন ‘ লা ভোয়া দো জুম্ম বা জুম্মদের কণ্ঠস্বর’র আয়োজনে দুইদিনব্যাপী ‘Lullabies of the Hill’ পাহাড়ের ঘুমপাড়ানি গান’ শীর্ষক এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল জলরং, স্কেচ, তেলরং, ডিজিটাল পেইন্টিংসহ বিভিন্ন মাধ্যমে করা মোট ৩০টি শিল্পকর্ম। ছিল অ্যানিমেশন ভিডিও।এর আগে বেশ কয়েকটি দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তুফান।

দুইদিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে শনিবার (৭ জুন)  সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রানী ইয়ান ইয়ান।উপস্থিত ছিলেন মেয়র ডিক্রান জাকিওসিয়ান ও  ফ্রান্সে বসবাসরত জুম্ম কমিউনিটির সদস্যরা। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী তুফান চাকমা। যিনি তাঁর প্রতিটি শিল্পকর্মের অন্তর্নিহিত গল্প, রঙের ব্যবহার ও প্রতীকী ব্যাখ্যা তুলে ধরেন।ফরাসি ভাষায় অনুবাদ করেন সমাপ্তি চাকমা বগ্নি। এই প্রদর্শনী ছিল কেবল একটি ভিজ্যুয়াল আয়োজন নয় বরং জুম্ম জনগণের অস্তিত্ব ও আত্মপরিচয়ের এক শক্তিশালী দলিল। 

চিত্রশিল্পী তুফান চাকমা জানান, এই এক্সিবিশন ছিল না শুধু আমার ব্যক্তিগত অর্জন; বরং এটি ছিল আমাদের অস্তিত্বের সংকট, পাহাড়ের নিঃশব্দ আর্তনাদ আর প্রজন্মের জমে থাকা বেদনার প্রতিধ্বনি।দূর দেশে দাঁড়িয়ে আমি তুলে ধরেছি সেইসব না বলা গল্প। যেগুলো পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে নীরব যন্ত্রণার হাহাকার হয়ে, যুগ যুগ ধরে অবহেলিত ও উপেক্ষিত হয়ে।

অনুষ্ঠান ঘিরে অতিথি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা পরবর্তী পর্বে রানী ইয়ান ইয়ান;মেয়রকে জুম্মদের ঐতিহ্যবাহী হাধি উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান।বক্তব্য রাখেন রানী ইয়ান ইয়ান, মেয়র ডিক্রান জাকিওসিয়ান, লা ভোয়া দো জুম্ম বা জুম্মদের কণ্ঠস্বর’ এর  সভাপতি রেমি ফ্লেগিয়ের।তাঁদের বক্তব্যে উঠে আসে জুম্মদের মানবাধিকার, ঐতিহ্যগত সংগ্রাম এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অধিকারের দাবি।অনুষ্ঠানে ঐতিহ্যবাহী জুম্ম সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী আরিয়া চাকমা, শায়রি ও উলা মারমা প্রমুখ। 

 রবিবার (৮ জুন) সকাল ১১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় জুম্মদের মিলনমেলা ও মুক্ত আলোচনা। এতে উপস্থিত ছিলেন ‘ লা ভোয়া দো জুম্ম মুখপাত্র বাপ্পি চাকমা, সভাপতি রেমি ফ্লেগিয়ের, সাধারণ সম্পাদক পার্থ দেওয়ানসহ কমিঊনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় আলোচনায় উঠে আসে -এর ভবিষ্যৎ পরিকল্পনা ও অধিকার আদায়ের কৌশল, আন্তর্জাতিক পর্যায়ে জুম্মদের অধিকারের প্রচার জাতিসংঘ আদিবাসী ফোরামে অধিক গুরুত্ব আনার পরিকল্পনা। তুফান চাকমার শিল্পের মাধ্যমে প্রতিবাদ ও জুম্ম চেতনাকে জাগ্রত রাখার অঙ্গীকার। ‘লা ভোয়া দো জুম্ম বা জুম্মদের কণ্ঠস্বর’ সাধারণ সম্পাদক পার্থ দেওয়ানের বক্তব্যে-রাষ্ট্র কাঠামোর ভেতর থেকেই শান্তিপূর্ণ অধিকারের দাবি। 

দুপুরের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন ‘ লা ভোয়া দো জুম্ম বা জুম্মদের কণ্ঠস্বর’র নির্বাহী সদস্য রিগ্যান চাকমা।এতে নৃত্য পরিবেশন করেন শায়রি, উলা মারমা, শেলি চাকমা। দ্বৈত নৃত্যে অংশ নেন তমেলি ত্রিপুরা ও তারই কন্যা খাতিমা ত্রিপুরা। কবিতা আবৃত্তি করেন আর্টিস্ট মৃদুলী চাকমা।অনুষ্ঠানের সমাপ্তিতে‘ লা ভোয়া দো জুম্ম বা জুম্মদের কণ্ঠস্বর’ সংগঠনের পক্ষ থেকে রানী ইয়ান ইয়ানকে স্মারক মেমো ও তুফান চাকমার আঁকা একটি ইউনিক শিল্পকর্ম উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, শিল্পী তুফান চাকমার জন্ম খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম উদালবাগানে। ছোটবেলা থেকে আঁকাআঁকির ঝোঁক তুফানের। ২০১২ সালে উদাল বাগান হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তুফান।এরপর খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেইন্টিংয়ে ভর্তি হন। ২০২৩ সালে স্নাতক সম্পন্ন করেছেন তুফান। এরপর আবেদন করেন ইরাসমাস মণ্ডুজ স্কলারশিপের জন্য।ফুল ফান্ডেড সেই স্কলারশিপের অধীনে বেলজিয়ামের লুকা স্কুল অব আর্টস, ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটি আর পর্তুগালের ইউনিভার্সিটি অব লুসোপনায় অ্যানিমেশন বিষয়ে দুই বছর মেয়াদি মাস্টার্সের সুযোগ পান। বর্তমানে তিনি ফিনল্যান্ডে মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে অধ্যয়নরত।

আয়োজকেরা জানান ,দুইদিনের এই আয়োজন শুধুমাত্র শিল্পের প্রদর্শনী নয়; বরং এটি হয়ে ওঠে জুম্ম জনগণের ঐতিহ্য, সংগ্রাম ও আশা-ভরসার এক উজ্জ্বল প্রতিফলন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন