
প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

কাজী খলিলুর রহমান
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:১৯ পিএম
-68469927f0292.jpg)
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কঠোর প্রয়োগের ধারাবাহিকতায় দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে রোববার (৮ জুন) রাতে আরও ৪২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
ঢাকাস্থ একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও শনাক্ত করে পর্যায়ক্রমে ফেরত পাঠানো হচ্ছে। এদিন স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইট (OAE-3331) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ৪২ জন বাংলাদেশি ছিলেন, যাঁরা সবাই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৪ জনের বৈধ পরিচয়পত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র থাকায় দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে তাঁরা নিজ নিজ ঠিকানার উদ্দেশে রওনা হন।
তবে বাকি ১৮ জনের ক্ষেত্রে নথিপত্রের কিছু ঘাটতি ছিল। বিষয়টি নিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। পরে সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রাত ১০টার পর তাঁরা বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর প্রয়োগের কারণে এর আগেও একাধিকবার বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ ‘গ্রিফন এয়ার’-এর (GRP-26) একটি বিশেষ ফ্লাইটে ৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।